জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু → মুহাম্মাদ বিন মুঙ্কদার রাহমাতুল্লাহি আলাইহি → মা’মার বিন রাশীদ রহমাতুল্লাহি আলাইহি →আব্দুর রাজ্জাক ইবনে হুমাম রাহমাতুল্লাহি আলাইহি।
এখন আসুন উক্ত হাদিস বর্ননা কারী রাবিগনকে সংক্ষেপে জেনে নেই
নাম: আব্দুর রাজ্জাক ইবন হুমাম ইবন নাফি’ আল-হিময়ারি আস-সানআনি
কুনিয়াত: আবু বকর
জন্ম: ১২৬ হিজরি (ইয়ামান)
ওফাত: ২১১ হিজরি
বাসস্থান: ইয়ামান / হিজাজ / শাম / ইরাক
অধ্যয়নের ক্ষেত্র: হাদীস, ইতিহাস, সীরাহ
মর্যাদা: ثقۃ حافظ
বর্ণনা: ইমাম আহমদ ইবন হাম্বল (রহ.)-এর উস্তাদ এবং ইমামে আযম আবু হানীফা (رَحْمَةُ اللهِ عَلَيْهِ)-এর ছাত্র। বিখ্যাত মুহাদ্দিস, তাবে তাবেয়ী ও হাফিযুল হাদীস।
শিক্ষকগণ / যাদের থেকে হাদীস বর্ণনা করেছেন:
ইমাম মালিক, ইমাম আবু হানীফা, আইমান ইবন নাবিল, ইকরিমা ইবন আম্মার, ইবন জুরাইজ, উবাইদুল্লাহ ইবন উমর ইবন হাফস, আব্দুল্লাহ ইবন উমর ইবন হাফস ইবন আসিম, মা'মার ইবন রাশিদ, সুফিয়ান আস-সাওরী, সুফিয়ান ইবন উয়াইনাহ, ইউনুস ইবন সুলায়ম আস-সানআনি, ইসরাঈল ইবন ইউনুস ইবন আবু ইসহাক, এবং আরও অনেকে।
শিষ্যগণ / যাদের নিকট হাদীস বর্ণনা করেছেন:
ইমাম আহমদ ইবন হাম্বল, সুফিয়ান ইবন উয়াইনাহ, ওয়াকী ইবন আল-জাররাহ, হাম্মাদ ইবন উসামা, ইসহাক ইবন মানসুর আল-কাওসাজ, আহমদ ইবন ইউসুফ ইবন খালিদ, হাসান ইবন আলী ইবন মুহাম্মদ, আব্দুর রহমান ইবন বাশার, আব্দ ইবন হামিদ ইবন নাসর, মুহাম্মদ ইবন রাফি, মুহাম্মদ ইবন মিহরান, মাহমুদ ইবন গাইলান আদ-দুওয়াই, মুহাম্মদ ইবন ইয়াহইয়া, আহমদ ইবন সালাহ আল-মিসরি, ইসহাক ইবন ইব্রাহিম ইবন নাসর, আহমদ ইবন আল-ফুরাত ইবন খালিদ, জুহায়র ইবন হারব, আব্দুল্লাহ ইবন মুহাম্মদ আল-মুসান্দী, সালমা ইবন শুয়াইব, আমর ইবন মুহাম্মদ ইবন বুকাইর (আন-নাকিদ), মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন আবি উমর, হাজ্জাজ ইবন ইউসুফ ইবন আশ-শাঈর, ইয়াহইয়া ইবন জাফর ইবন আয়ন আল-বায়কান্দী, ইয়াহইয়া ইবন মূসা খাত, ইসহাক ইবন রাহওয়াইহ, ইয়াহইয়া ইবন মাঈন, আলী ইবন আল-মাদিনী, এবং আরও অনেকে।
নাম: মা‘মার ইবন রাশিদ
জন্ম: ৯৫ বা ৯৬ হিজরি (বসরা)
ওফাত: ১৫৪ হিজরি
বাসস্থান: বসরা / মদীনা / ইয়ামান
অধ্যয়নের ক্ষেত্র: হাদীস, সীরাহ, ইতিহাস
মর্যাদা: ثقۃ ثقۃ
শিক্ষকগণ / যাদের থেকে হাদীস বর্ণনা করেছেন:
মুহাম্মদ ইবন আল-মুনকদার, সাবিত আল-বানানী, কাতাদা, ইবন শিহাব যুহরী, আসিম আল-আহওয়াল, আয়ূব আস-সাখতিয়ানী, আল-জাদ ইবন দিনার আল-য়াশকুরী, জাইদ ইবন আসলাম, সালাহ ইবন কাইসান আল-মাদানী, আব্দুল্লাহ ইবন তাওস, জাফর ইবন বুরকান, হাকাম ইবন আবান, আশআস ইবন আব্দুল্লাহ ইবন জাবির, ইসমাঈল ইবন উমাইয়া ইবন আমর, থুমামা ইবন আব্দুল্লাহ, বাহয ইবন হাকিম ইবন মুয়াবিয়া আল-কুশাইরী, সিমাক ইবন আল-ফাদল আল-খাওলানী, আব্দুল্লাহ ইবন উসমান ইবন খুথাইম, ইয়াহইয়া ইবন আবু কাসীর, হাম্মাম ইবন মুন্নাব্বিহ, হিশাম ইবন উরওয়াহ, আমর ইবন দীনার, আতাআ ইবন আবি মুসলিম, আব্দুল কারিম ইবন মালিক এবং আরও অনেকে।
শিষ্যগণ / যাদের নিকট হাদীস বর্ণনা করেছেন:
আব্দুর রাজ্জাক, ইয়াহইয়া ইবন আবু কাসীর, আবু ইসহাক আস-সাবায়ি, আয়ূব আস-সাখতিয়ানী, আমর ইবন দীনার, সাঈদ ইবন আবু আরুবা, আবান ইবন ইয়াজিদ আত-তার, ইবন জুরাইজ, ইমরান ইবন দাউদ আল-আমি, আবু আল-আওয়াম, হিশাম ইবন আব্দুল্লাহ আদ-দাস্তাওয়াই, সালাম ইবন আবি মুতাই', শু'বাহ ইবন আল-হাজ্জাজ, সুফিয়ান আস-সাওরী, সুফিয়ান ইবন উয়াইনাহ, আব্দুল্লাহ ইবন মুবারক, আব্দুল আ'লা ইবন আব্দুল আ'লা আস-সামী, ঈসা ইবন ইউনুস ইবন আবু ইসহাক, মা'মার ইবন সুলায়মান আত-তুফায়লি, ইয়াজিদ ইবন জারী, আব্দুল মাজিদ ইবন আব্দুল আযীজ, আব্দুল ওয়াহিদ ইবন জিয়াদ, ইসমাঈল ইবন ইব্রাহিম (ইবন উলিয়্যাহ), মুহাম্মদ ইবন হামিদ, আবু সুফিয়ান, মুহাম্মদ ইবন জাফর গানদার, হিশাম ইবন ইউসুফ আস-সানআনি, মুহাম্মদ ইবন সাওর আস-সানআনি, আব্দুল্লাহ ইবন মু'আধ, মুহাম্মদ ইবন কাসীর ইবন আবু আতাআ এবং আরও অনেকে।
নাম: মুহাম্মদ ইবন আল-মুনকদার ইবন আব্দুল্লাহ ইবন আল-হুদাইর ইবন আব্দুল উজ্জা ইবন আমির ইবন হারিস
জন্ম: ৩০ হিজরি (মদিনা)
ওফাত: ১৩০ হিজরি
বাসস্থান: মদিনা
মর্যাদা: ثقۃ
শিক্ষকগণ / যাদের থেকে হাদীস বর্ণনা করেছেন:
জাবির ইবন আব্দুল্লাহ, আল-মুনকদার ইবন আব্দুল্লাহ, রাবীআ ইবন আব্দুল্লাহ, আবু হুরায়রা, আয়িশা (রাযি.), আবু আয়্যুব আল-আনসারী, রাবীআ ইবন আবি আবদ আদ-দীলী, সাফিনা, আবু কাতাদা ইবন রিবঈ, উমাইমা বিনতে রুকাইকা, মাসউদ ইবন হাকাম, আনাস ইবন মালিক, আবু উমামা ইবন সাহল, ইউসুফ ইবন আব্দুল্লাহ ইবন সালাম, আব্দুল্লাহ ইবন যুবায়ের, ইবন আব্বাস, ইবন উমার, সাঈদ ইবন আল-মুসাইয়্যাব, উবাইদুল্লাহ ইবন আবু রাফি, উরওয়া ইবন যুবায়ের, মু'আয ইবন আব্দুর রহমান ইবন উসমান এবং আরও অনেকে।
শিষ্যগণ / যাদের নিকট হাদীস বর্ণনা করেছেন:
ইউসুফ ইবন মুহাম্মদ ইবন আল-মুনকদার, আল-মুনকদার ইবন মুহাম্মদ, ইব্রাহিম ইবন আবু বকর ইবন আল-মুনকদার, জাইদ ইবন আসলাম, আমর ইবন দীনার, ইবন শিহাব যুহরী, আয়ূব আস-সাখতিয়ানী, জাফর ইবন মুহাম্মদ ইবন আলী (امام جعفر الصادق) (ইমাম জাফর আস-সাদিক)
মুহাম্মদ ইবন ওয়াসি', সা’দ ইবন ইব্রাহিম, সুহাইল ইবন আবি সালাহ, ইবন জুরাইজ, আলী ইবন জাইদ ইবন আব্দুল্লাহ ইবন জুহাইর, মূসা ইবন উকবা, হিশাম ইবন উরওয়াহ, ইমাম মালিক, হাবীব ইবন আশ-শাহীদ আল-আযদি, রুহ ইবন আল-কাসিম আত-তামিমি, শু'বাহ ইবন আল-হাজ্জাজ, শু'আইব ইবন আবি হামযা, আব্দুর রহমান ইবন আবী, আব্দুর রহমান ইবন আমর আল-আওযাঈ, সুফিয়ান আস-সাওরী, ওয়াদাহ ইবন আব্দুল্লাহ আল-য়াশকারি, সুফিয়ান ইবন উয়াইনাহ এবং আরও অনেকে।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
জাবির (রা) বর্নিত নূর সম্পর্কিত হাদিসের বিশুদ্ধতা | রাবীগণের নির্ভরযোগ্যতা যাচাই |
এরকম আরো পেইজ |