৩. মসজিদের মিনারায় আরোহণ করা। মসজিদের মিনারা যদি মসজিদের অংশবিশেষ হয় তাহলে সকল ই'তিকাফকারীর জন্য তাতে আরোহন করা জায়িয। আর যদি মিনারা মসজিদের অংশ না হয় তাহলে সেখানে শুধু মুআযযিন ই'তিকাফকারী আযানের জন্য আরোহণ করতে পারবেন। অন্য ই'তিকাফকারীদের জন্য আরোহণ করা জায়িয নয়।
৪. ই'তিকাফকারীর মাথা ধৌত করার জন্য মসজিদ থেকে মাথা বের করা।
৫. মজিদে অযু বা গোসল করার দ্বারা যদি মসজিদ অপবিত্র বা ময়লাযুক্ত হওয়ার আশংকা না থাকে তবে মসজিদে অযু বা গোসল করা (আলমগীরী, ১ম খণ্ড)।
৬. ই'তিকাফকারীর জন্য প্রয়োজনীয় বস্তু ক্রয়-বিক্রয় করা। তবে ক্রয়-বিক্রয়ের পণ্যদ্রব্য মসজিদে প্রবেশ করানো জায়িয নয় (শামী, ২য় খণ্ড)।
৭. ই'তিকাফকারীর বিবাহ করা,
৮. ই'তিকাফকারীর জন্য সুগন্ধি ব্যবহার করা এবং মাথায় তৈল লাগোনো জায়িয (আলমগীরী, ১ম খণ্ড)।