ইহরামের হুকুম হলো যে উদ্দেশ্যে ইহরাম বাঁধা হয়েছে অর্থাৎ হজ্জ বা উমরা তা আদায় না করা পর্যন্ত ইহরাম খোলা যাবে না। যদি ইহরাম ভঙ্গ হওয়ার মত কোন কাজ হয়ে ও যায় তবু ও ইহরাম অবস্থাতেই বহাল থেকে হজ্জ ও উমরার অবশিষ্ট কাজ সম্পন্ন করতে হবে।
যদি ইহরাম বাঁধার পরে কোন কারণে হজ্জ পালন করতে না পারে তবে উমরা পালন করে হালাল হতে হবে। যদি কেউ ইহরাম বাঁধার পর হজ্জ পালনে বাধাপ্রাপ্ত হয় তবে হরম এলাকায় কুরবাণীর পশু পাঠাতে হবে বা সেখানে কারো দ্বারা কুরবানী করাতে হবে। ঐ কুরবানী সম্পন্ন হওয়ার পরে ইহরাম খুলতে পারবে।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(২১২) ইহরামের সুন্নাত ও মুস্তাহাব | (২১৪) অসুস্থ ব্যক্তির ইহরাম |
সূচীপত্র | এরকম আরো পেইজ |