আল্লাহুম্মা ছাল্লি আলা ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ,
ওয়া আলা আলে ছাইয়িদিনা মাওলানা মোহাম্মদ ।
০১। মুহররমের দশ তারিখে কি ঘটাইলেন রাব্বানা,
কলেজা ফাটিয়া যায়গো বলিতে তার ঘটনা- আল্লাহুম্মা ছাল্লি-
০২। হাসান শহীদ জহরেতে-হোসাইন শহীদ কারবালায়
জয়নাল আবদীন বন্দী হইলেন-এজিদের ঐ জেলখানায়। ঐ
০৩। কান্দিয়া জয়নাল আবদীন-বেহুঁশ হইলেন কারবালায়,
বেহেস্তে লুটিয়ে কান্দেন- আলী ও মা ফাতেমায়। ঐ
০৪। মুহররমের চাঁদ এলো ঐ কাঁদাতে ফের দুনিয়ায় ।
ওয়া হোসাইনা! ওয়া হোসইনা! তাঁরি মাতম শুনা যায়। ঐ
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(৩৪) দরবারে এলাহীতে কাতর মুনাজাত (সিলেটী সুর) | (৩৬) না'তে রাসূল (দঃ) উর্দু |
সূচীপত্র | এরকম আরো পেইজ |