ইয়া রাসুলাল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ্
ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ্। (২ বার)
০১। আমার মউতের নিদান কালে-আসিবেন নবীগো আমার শিয়রে
দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসুলাল্লাহ্, ইয়া হাবিবাল্লাহ্ ।
০২। পাই যদি নবীগো আপনারি দীদার- মউতের যাতনা থাকিবেনা আমার,
দিবেন গো দেখা দয়া করিয়াইয়া রাসুলাল্লাহ্, ইয়া হাবিবাল্লাহ্ ।
০৩। শুনেছি হাদীছে দেখিলে আপনাকে- জীবনের গুনাহ ঝরিয়া পড়ে ।
দিবেন গো দীদার দয়া করিয়া-ইয়া রাসুলাল্লাহ্, ইয়া হাবিবাল্লাহ্ ।
০৪। আজরাঈল আসিয়া প্রাণ পাখী লইয়া - পলকে যাবে গো যখন চলিয়া-
আসিবেন নবী গো উম্মত লাগিয়া-ইয়া রাসুলাল্লাহ্, ইয়া হাবিবাল্লাহ্ ।
০৫। মারা যাওয়ার পরে রাখিবেনা ঘরে- গোসল করাবে ঘরের বাহিরে,
আসিবেন নবীগো উম্মত তরে-ইয়া রাসুলাল্লাহ্, ইয়া হাবিবাল্লাহ্ ।
৬ । গোসল করাইয়া কাফন পরাইয়া বিদায় দিবে যখন সকলে মিলিয়া,
লইয়েন গো নবীজী কোলেতে তুলিয়া-ইয়া রাসুলাল্লাহ্, ইয়া হাবিবাল্লাহ্ ।
০৭। জানাযার মাঠে নিবে খাটে করিয়া- কাঁদিব আমি সবকিছু হারাইয়া,
আসিবেন নবীগো উম্মত লাগিয়া-ইয়া রাসুলাল্লাহ্, ইয়া হাবিবাল্লাহ্ ।
০৮। জানাযার শেষে খাটেতে করিয়া- গোরস্থানে নিবে কাঁধেতে তুলিয়া,
কোলে তুলে নিবেন গো উম্মত বলিয়া-ইয়া রাসুলাল্লাহ্, ইয়া হাবিবাল্লাহ্ ।
০৯। অন্ধকার কবরে আমায় একা রাখিয়া আপনজন সকলে,
যখন যাবে চলিয়া, আসিবেন নবী গো অধম লাগিয়া-ইয়া রাসুলাল্লাহ্, ইয়া হাবিবাল্লাহ্ ।
১০। অন্ধকার কবরে যখন দিবে আমারে-আসিবেন নবী গো আমার কবরে,
দেখিব আপনাকে দুই নয়ন ভরে-ইয়া রাসুলাল্লাহ্, ইয়া হাবিবাল্লাহ্ ।
১১। মনকির নকীর আসিয়া সাওয়াল করবে বসাইয়া- দিবেন গো নবীজী পর্দা উঠাইয়া
সালাম করিব কদম ধরিয়া-ইয়া রাসুলাল্লাহ্, ইয়া হাবিবাল্লাহ্ ।
১২। পিতা-মাতা যাহাদের অন্ধকার কবরে- রাখিবেন নবী গো দয়ার নযরে ।
তরাইয়া নিবেন গো হাশর ময়দানে ইয়া রাসুলাল্লাহ্, ইয়া হাবিবাল্লাহ্ ।
১৩। শাফাআতের অধিকার হাতেতে আপনার- তরাইবেন নবী গো উম্মত গুনাগার
তরাইয়া নিবেন গো হাশর মাঝার-ইয়া রাসুলাল্লাহ্, ইয়া হাবিবাল্লাহ্ ।
১৪ ।এ বিশ্ব ভূবনে যাহা আছে গোপনে- দেখিতে আছেন গো আপন নয়নে,
গায়েবের খবর আপনি দেনেওয়ালা ইয়া রাসুলাল্লাহ্, ইয়া হাবিবাল্লাহ্ ।
১৫। আপনারি নূরের ঝলক লাগিয়া গেল যে মাবুদের পরিচয় হইয়া,
আপনারি এশকে প্রভূ দিওয়ানা ইয়া রাসুলাল্লাহ্, ইয়া হাবিবাল্লাহ্ ।
(নূরে মোহাম্মদীর উছিলায় আল্লাহর পরিচয়ও প্রকাশঃ হাদীসে কুদসী)
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(৩২) মুনাজাত | (৩৪) দরবারে এলাহীতে কাতর মুনাজাত (সিলেটী সুর) |
সূচীপত্র | এরকম আরো পেইজ |