আহলে সুন্নত ওয়াল জামায়াত-এর নির্ভরযোগ্য কিতাব কিতাবুল আক্বায়িদে লিখা হয়েছে, ইয়াযীদের উপর, ইবনে যিয়াদের উপর, আহলে বাইত-এর সদস্যগণের শহীদকারীদের উপর লা’নত বর্ষিত হোক। যদি ইয়াযীদ নির্দোষ ও নিষ্পাপ হতো তাহলে হযরত ইমাম নাসাফী তাঁর কিতাবুল আক্বায়িদে এ ধরনের কথা কখনও লিখতেন না। আর ইয়াযীদের পরবর্তী পদক্ষেপে তার আসল রূপ আরো স্পষ্ট হয়ে ওঠে। এতকিছু বলার পরও সে শহীদগণের মস্তক মুবারক গুলোকে রাতে রাষ্ট্রীয় ভবনের শাহী দরজায় টাঙ্গানোর জন্য এবং দিনে দামেস্কের অলিতে-গলিতে ঘুরানোর নির্দেশ দিয়েছিল। নির্দেশ মত মস্তক মুবারকসমূহ দামেস্কের অলি-গলিতে ঘুরানো হয়েছিল।
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশিষ্ট ছাহাবী হযরত মিনহাল বিন্ আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেছেন, খোদার কসম! আমি স্বচক্ষে দেখেছি যে, যখন হযরত ইমাম হুসাইন (রাঃ)এর মস্তক মুবারক বর্শার অগ্রভাগে উঠিয়ে দামেস্কের গলিতে এবং বাজারসমূহে ঘুরানো হচ্ছিল, তখন মিছিলের আগে আগে এক ব্যক্তি কুরআন শরীফ-এর সূরা কাহাফ তিলাওয়াত করছিল। যখন সে এ আয়াতে কারীমা-
ام حسبت ان اصحاب الكهف والرقيم كانوا من ايتنا عجبا
অর্থাৎ ‘নিশ্চয়ই আছহাবে কাহাফ ও রক্বীম আমার নিদর্শনসমূহের মধ্যে এক আশ্চর্যজনক নিদর্শন ছিল’
— সূরা কাহাফ-৯
পাঠ করছিল তখন হযরত ইমাম হুসাইন (রাঃ)এর বিচ্ছিন্ন মস্তক মুবারক থেকে আওয়াজ বের হলো-
اعجب من اصحاب الكهف قتلى وحملى
অর্থাৎ ‘আছহাবে কাহাফ-এর ঘটনা থেকে আমার শাহাদাত এবং আমার মস্তক নিয়ে ঘুরাফেরা আরও অধিক আশ্চর্যজনক।
আল্লাহ তায়ালা ইরশাদ ফরমান-
ولاتقولوا لمن يقتل فى سبيل الله اموات
যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলো না।
— সূরা বাক্বারা-১৫৪
হযরত ইমাম হুসাইন (রাঃ)এর মস্তক মুবরাক তা প্রমাণ করে দিল।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(৩০) ইয়াজিদের দরবারে শহীদ পরিবার ও ইয়াজিদের ভন্ডামী | (৩২) শহীদ পরিবারের মদীনা শরীফ প্রত্যাবর্তন |
সূচীপত্র | এরকম আরো পেইজ |