তাকলীদ অধ্যায়ে পাঁচটি বিষয় স্মরণ রাখা প্রয়োজন।
(১) তাকলীদের অর্থ ও প্রকারভেদ;
(২) কোন্ ধরনের তাকলীদ প্রয়োজন ও কোন্ ধরনের তাকলীদ নিষিদ্ধ;
(৩) কার জন্য তাকলীদ জরুরী আর কার জন্য নিষ্প্রয়োজন;
(৪) তাকলীদ ওয়াজিব হবার সমর্থনে দলীলাদি ও
(৫) তাকলীদ সম্পর্কে উত্থাপিত আপত্তিসমূহ এবং ওদের পূর্ণাঙ্গ উত্তর। এ জন্য তাকলীদের বর্ণনাকে পাঁচটি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৫) তাফসীর, তাবীল ও তাহরীফের মধ্যে পার্থক্য | (০৭) তাকলীদের অর্থ ও প্রকারভেদ |
সূচীপত্র | এরকম আরো পেইজ |