নাবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আমার উপর একশ বার দরুদ শরীফ প্রেরণ করে, আল্লাহ পাক তার কপালে লিখে দেন এ বান্দা নিফাক ও দোযখের আগুন থেকে মুক্ত। আর কেয়ামতের দিন তাকে শহীদের সাথে রাখবেন।
(তাবারানী)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহী ওয়া সাল্লাম বলেছেন-- যে ব্যাক্তি আমার উপর জুম্মার রাত ও দিনে ১০০ বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ তার ১০০টি হাজত পূর্ণ করেন । ৭০টি আখেরাতের আর ৩০টি দুনিয়ার।
(শুয়াবুল ইমান)
নাবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহী ওয়া সাল্লাম বলছেন যে, যে ব্যক্তি জুম্মার দিন আমার উপর ১০০ বার দরুদ শরীফ পাঠ করবে, যখন সে কেয়ামতের দিন আসবে তখন তার সাথে এমন একটি নুর থাকবে যে, যদি তা সমস্ত সৃষ্টিকে বন্টন করে দেওয়া হয়, তবে তা সবার জন্য যথেষ্ট হবে।
(হিলয়াতুল আওলিয়া)
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০১২) আশিবার দরুদ শরীফ পাঠ | (০১৪) ২০০ বার দরুদ শরীফ পাঠ |
সূচীপত্র | এরকম আরো পেইজ |