রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহী ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে ৫০ বার দরুদ শরীফ পড়ে, আমি কেয়ামতের দিন তার সাথে করমর্দন (মুসাফাহ) করবো ।
(আল কওলুল বদী, ফায়জানে সুন্নাত, আল কুরবাতু ইলা রাব্বিল আলামিন, লি ইবনে বশিক ওয়াল)
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০১০) দশবার দরুদ শরীফ পাঠ | (০১২) আশিবার দরুদ শরীফ পাঠ |
সূচীপত্র | এরকম আরো পেইজ |