একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহে ওয়াসল্লাম হযরত জিব্রাইল আমীনকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল তোমার বয়স কত? হযরত জিব্রাইল আলাইহিস সাল্লাম আরজ করলেন - আমার সঠিক জানা নেই, তবে এতটুকু জানি যে, চতুর্থ হেজাবে এক নুরানী তারকা সত্তর হাজার বছর পর পর চমকাতো। আমি সেটাকে বাহাত্তর হাজার বার চমকাতে দেখেছি। হুজুর সল্লাল্লাহু আলাইহে ওয়াসল্লাম এটা শুনে ফরমালেন- আমার প্রতিপালকের ইজ্জতের কসম! আমিই সেই নূরানী তারকা।
সবকঃ
আমাদের হুজুর সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সৃষ্টিকুলের সবার আগে সৃষ্টি হয়েছেন এবং তাঁর পবিত্র নূর ঐ সময়ও ছিল যখন কোন ফিরিশতা, কোন মানুষ না ছিল, যমিন, আসমান বা অন্য কোন বস্তু।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০০৩) এক বুদ্ধিমতী বৃদ্ধা | (০০৫) ইয়েমেনের বাদশাহ |
সূচীপত্র | এরকম আরো পেইজ |