হযরত শেখ আবদুল্লাহ (রহমাতুল্লাহ আলাইহি) বলেন, একবার আমি মদীনা মনোয়ারায় মসজিদে নববীর মেহরাবের কাছে এক বুুজুর্গ ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় দেখলাম। কিছক্ষন পর তিনি জেগে উঠলেন এবং জাগা মাত্রই রওজা পাকের কাছে গিয়ে হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি সালাম পেশ করলেন এবং মুচকি হেসে ফিরে আসছিলেন। সেখানকার একজন খাদেম তাঁর এ মুচকি হাসির কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি খুবই ক্ষুদার্ত ছিলাম। এ অবস্থায় আমি রওজাপাকে এসে ক্ষুধার অভিযোগ করি। স্বপ্নে আমি হুযুরকে দেখলাম। তিনি আমাকে এক কাপ দুধ প্রদান করলেন। আমি পেট ভরে সেই দুধ পান করলাম। অতঃপর সেই বুজুর্গ তার হাতের তালুতে মুখ থেকে থুথু ফেলে দেখালেন যে তখনও দুধের লক্ষন ছিল।
সবকঃ
হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে যারা স্বপ্নে দেখেন, তারা সত্যিই হুযুরকে দেখেন এবং স্বপ্নে হুযুর যেটা দান করেন, সেটা বাস্তবিকই দান করা হয়। হুযুর আজও সেই রকম জীবিত, যেরকম আগে ছিলেন।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৪৪) এক অগ্নি উপাসকের কাছে হুযুরের পয়গম | (০৪৬) স্বপ্নে প্রাপ্ত রুটি |
সূচীপত্র | এরকম আরো পেইজ |