আল্লাহ্ তা'আলা ইরশাদ ফরমান
যারা আল্লাহর রাস্তায় কতল বা শহীদ হয়ে যায় তাঁদের তোমরা মৃত বল না । বরং তারা জীবিত কিন্তু তোমরা অবহিত নও ।
অপর আয়াতে আল্লাহ্ পাক বলেনঃ
ولاتحسبن الذين قتلوا فى سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون
অর্থ: ‘যাঁরা আল্লাহ তায়ালার রাস্তায় শহীদ হন তাঁদেরকে কখনও মৃত মনে করো না। বরং তাঁরা নিজেদের রব তায়ালার নিকট জীবিত ও রিযিকপ্রাপ্ত।’
— সূরা আলে ইমরান-১৬৯
হুজুর (সঃ) এর উম্মতের মধ্যে অনেকেই শাহাদাত বরন করেছেন । আল্লাহ্ তা'আলা অনেক লোককে এই নিয়ামত দান করেছেন । যেমন, হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) এ নিয়ামত লাভ করেছেন । হযরত উমর ফারুক (রাঃ), হযরত উছমান গণি (রাঃ) ও হযরত আলী মরতুজা (রাঃ)ও এই নিয়ামত লাভে ধন্য হয়েছেন । জংগে উহুদ, বদর, গজওয়ায়ে খায়বরেও অনেক সাহাবায়ে কিরাম এ নিয়ামত লাভ করেছেন । কিন্তু হযরত ইমাম হুসাইন (রাঃ) এর শাহাদত এমন এক অসাধারন ও অদ্বিতীয় শাহাদাত এবং এমন এক হৃদয় বিদারক ঘটনা, যার সাথে আগের ও পরের যুগের কোন ঘটনার তুলনা হয় না ।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০১) প্রারম্ভিক বক্তব্য | (০৩) ইয়াজিদের মসনদ দখল |
সূচীপত্র | এরকম আরো পেইজ |