হুজুর আকরম (সঃ) এর ললাট মুবারকের তারীফ ও সিফাত বর্ননা সম্পর্কে সাইয়েদুনা হযরত আলী (কাঃ) বলেছেন, তিনি প্রশস্ত ললাটের অধিকারী ছিলেন । অন্য বর্নন্নায় উপরোক্ত কথাগুলোই এসেছে । এক হাদীসে এসেছে ‘ওয়াসিউল জাবীন’ । আবার পাওয়া যায় ‘ওয়াসিউল জাবহাতে’ । এসবগুলোর একই অর্থ ‘প্রশস্ত ললাট’ । চেহারা মুবারকের প্রশংসায় হজরত কা’ব ইবনে মালিক (রাঃ) থেকে বর্ননা এসেছে, নবী করিম (সঃ) এর পেশানী মুবারকে যখন ভাঁজ পড়তো তখন মনে হতো যেন একটুকরো চন্দ্র । সীরাত বিশেষজ্ঞগন বর্ননা করেন, হুজুর (সঃ) এর পেশানী মুবারক থেকে সৌভাগ্য এবং নূরানিয়াত উপচে পড়তো । গোপনলিপির (ভাগ্যের) আধার হচ্ছে কপাল-- উপরোক্ত সত্যটির তাৎপর্য প্রতিফলিত হতো খানায়ে কাবার দরোজায় । যখন তিনি তার কপাল মুবারককে খানায়ে কাবার দরোজায় স্থাপন করতেন এবং ঘষতেন তখন সৌভাগ্য ও খোশ্নসীবের আলামত সমুজ্জল হয়ে পেশানী মুবারকে ফুটে উঠতো ।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০০৩) হুজুর পাক (সঃ) এর শ্রুতিগত প্রখরতা | (০০৫) পবিত্র ভ্রু যুগল |
সূচীপত্র | এরকম আরো পেইজ |