যে সময় ইয়াজিদ বাহিনী মদীনা মনোয়ারা আক্রমন করেছিল, সে সময় তিন দিন মসজিদে নববীতে আযান হতে পারেনি। হযরত সাঈদ বিন মুসিযাব (রাদি আল্লাহু আনহু) এ তিন দিন মসজিদে নববীতে ছিলেন। তিনি বলেন, নামাজের ওয়াক্ত কখন হতো তা জানার কোন উপায় ছিল না। তবে যখন নামাযের সময় হতো তখন রওজা মুবারক থেকে আযানের মৃদু আওয়াজ ভেসে আসতো।
সবকঃ
আমাদের হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রওজা মুবারকে জীবিত আছেন,যারা (মাযাল্লা) বলে যে হুজুর মরে মাটির সাথে মিশে গেছেন, তারা বড় জাহেল ও রসূলের সাথে বেয়াদবীকারী।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৩৮) রওজা মুবারক থেকে আওয়াজ | (০৪০) আসমানের কান্না |
সূচীপত্র | এরকম আরো পেইজ |