হযরত খাদিজা (রা.)-এর সাথে বিবাহ - ৫৯৫ খৃষ্টাব্দ; বয়স - ২৫ বছর
খাদিজা (রা.) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও গুণাবলী শুনে মুগ্ধ হন এবং তাঁর ব্যবসার দায়িত্ব তাঁর উপর অর্পন করেন। বিবি খাদিজা তাঁর সুযোগ্য ও বিশ্বস্ত গোলাম মায়সারাকে নবী (স.)-এর সাথে পাঠান। এ বাণিজ্যিক কাফেলা সিরিয়া গমণ করে। ব্যবসায় প্রচুর লাভ হয়, যাতে খাদীজা তাঁর প্রতি সন্তুষ্ট হন এবং তাঁকে প্রতিশ্রুত পুরস্কার প্রদান করেন।
বিবাহ
বিবাহের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ২৫ বছর এবং হযরত খাদীজার বয়স ছিল ৪০ বছর। উল্লেখ্য যে, প্রথমে হযরত খাদিজার বিবাহ হয়েছিল আবূ হালা ইবনে জারারার সাথে তাঁর ঔরশে খাদীজার গর্ভে দু’টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, যাদের নাম ছিল- হিন্দ ও হারিস। আবূ হালার মৃত্যুর পর দ্বিতীয়বার খাদিজার বিবাহ হয় আতীক ইবন আয়িযের সাথে। তাঁর ঔরসে খাদীজার গর্ভে একটি কন্যা সন্তান জন্ম নেয়, যার নামও ছিল হিন্দ। এরপর তিনি বিধবা অবস্থায় জীবন যাপন করছিলেন। অনেকে বিবাহের প্রস্তাব দিলে, তিনি তা প্রত্যাখ্যান করেন।
তিনি অনেকের কাছে মুহাম্মদ (স.)-এর গুণ গরিমার কথা শুনেছিলেন। এবার ব্যবসা-বাণিজ্যের সুবাদে নিজে ও তাঁর সততা ও প্রতিভা দেখে মুগ্ধ হন এবং নিজের সহচরী ও আত্মীয়া নাফীসার দ্বারা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিবাহের প্রস্তাব পাঠান। উভয় পক্ষের মুরুব্বীদের উপস্থিতিতে, যথাসময়ে এ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। হযরত খাদীজা ৬৫ বছর বয়সে ইন্তিকাল করেন; তখন নবী (স.)-এর বয়স ছিল ৫০ বছর। খাদীজা যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি দ্বিতীয় বিবাহ করেননি। অবশ্য তাঁর মৃত্যুর পর শেষ বয়সে তিনি কর্তব্যের খাতিরে অনেক বিবাহ করেছিলেন।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৪) ৫৮৭ - ৫৯৪ খৃষ্টাব্দ, বয়স - ১৭ - ২৪ বছর | (০৬) ৬০০ - ৬০৭ খৃষ্টাব্দ, বয়স - ৩০ - ৩৭ বছর |
সূচীপত্র | এরকম আরো পেইজ |