আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজি ওয়াল মি’রাজি ওয়াল বুরাকি ওয়াল আলাম। দাফিয়িল বালায়ি ওয়াল ওয়াবা’য়ি ওয়াল কাহাতি ওয়াল মারাদ্বি ওয়াল আলাম। ইসমুহু মাকতুবুম মারফুউম মাশফুউম মানকুশুন ফিল লাওহি ওয়াল ক্বালাম। সায়্যিদিল আরাবি ওয়াল আযাম। জিসমুহু মুকাদ্দাসুম মুওয়াত্তারুম মুতাহ-হারুম মুনাউ-ওয়ারুন ফিল বাইতি ওয়াল হারাম। শামসিদ্দোহা বাদরিদ্দুজা সাদরিল উলা নুরিল হুদা কাহফিল ওয়ারা মিসবাহিয যুলাম, জামীলিশ শিয়াম, শাফিয়িল উমাম। সাহিবিল যূদি ওয়াল কারাম। ওয়াল্লাহু আসিমুহু ওয়া জিব্রিলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়াল মি’রাজু সাফারুহু ওয়া সিদরাতুল মুনতাহা মাকামুহু, ওয়া কাবা কাওসাইনি মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকসুদুহু ওয়াল মাকসুদু মাওজুদুহ। সাইয়্যিদিল মুরসালীন, খাতিমিন নাবিয়্যিন, শাফী’ইল মুজনিবীন, আনিসীল গারিবীন, রাহমাতুল্লিল আলামিন, রাহাতিল আশিকীন, মুরাদিল মুশতাকীন, শামসিল আ’রিফিন, সিরাজিস সালিকীন, মিসবাহিল মুকার-রাবীন, মুহিব্বিল ফুকারা’য়ি ওয়াল গুরাবা’য়ি ওয়াল মাসাকীন, সায়্যিদিল সাকালাইন, নাবিয়্যিল হারামাইন, ইমামিল ক্বিবলাতাইন, ওয়াসীলাতিনা ফিদ দারাইন, সাহিবিল কাবা কাওসাইনি মাহবুবি রাব্বিল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, জাদ্দিল হাসানি ওয়াল হুসাইন, রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুমা মাওলানা ওয়া মাওলাস ছাকালাইন আবিল কাসিমি সায়্যিদিনা ওয়া হাবীবিনা মুহাম্মাদিবনি (সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লাম) আবদিল্লাহি নূরিম মিন নূরিল্লাহি ইয়া আয়্যূহাল মুশতাকুনা বিনূরী জামালিহী সাল্লু আলাইহি ওয়া আলিহী ওয়া আসহাবিহী ওয়া সাল্লিমু তাসলিমা।
হে আল্লাহ! আমাদের মুনিব (সর্দার) ও সাহায্যকারী (পৃষ্ঠপোষক) হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। রাজমুকুটধারী, উর্ধ্বগমণকারী, বুরাক ও সত্যের ধারক, দুঃখ মোচনকারী, রোগব্যাধী, অনাবৃষ্টি, অসুস্থতা ও ব্যাথা দূরকারী। যাঁর নাম আরশে লিখিত, লওহে মাহফুজে ও কলমে খোদাইকৃত। আরবের ও অনারবের অধিপতি। যাঁর দেহমোবারক পবিত্রও সুবাসিত, নিখাদ ও উজ্জ্বল হেরম শরীফে ও গৃহে। উজ্জ্বলতার সূর্য, আধাঁরে পূর্ণিমার চাঁদ। সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত, পথনির্দেশনার আলো, দূর্ভাগাদের আশ্রয়স্থল, অন্ধকার দূরীভূতকারী বাতি, অনুপম চরিত্রের অধিকারী, সকলের সুপারিশকারী, দয়া ও দানশীলতার অধিকারী। আল্লাহ উনার রক্ষক, জিব্রাইল আলাইহিস সালাম উনার সেবক, বুরাক উনার বাহন, মিরাজ উনার যাত্রা, সিদরাতুল মুনতাহা (সর্বশেষ স্থান) উনার যাত্রা বিরতির স্থান, দুই ধনুক ব্যবধান বা তার চেয়েও সন্নিকটে যাওয়া উনার আকাংখা। উনার আকাংখাই উনার লক্ষ্য এবং তিনি লক্ষ্য অর্জন করেছেন। সর্বশ্রেষ্ঠ ও শেষ নবী, পাপীদের সুপারিশকারী, গরীবদের বন্ধু, বিশ্বজগতের জন্য রহমত, প্রেমিকদের প্রশান্তি, ব্যাকুলদের পরম চাওয়া, খোদা সন্ধানীদের জন্য সূর্য, মুসাফিরদের জন্য আলোকবর্তিকা, নৈকট্যপ্রাপ্তদের জন্য আলো, গরীব ও অসহায়দের সহায়, জিন ও মানবের সর্দার, দুই হেরম শরীফের নবী, দুই ক্বিবলার ইমাম, উভয় জগতে আমাদের অবলম্বন, ক্বাবা কাওসাইন (আল্লাহর নৈকট্য) এর মালিক। দুই পূর্ব ও দুই পশ্চিমের প্রিয়। হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইন রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুমার নানাজান, আমাদের ও জিনদের সাহায্যকারী (পৃষ্ঠপোষক), আবিল কাসিম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর পিতা, হযরত আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর পুত্র, আল্লাহর নূরের একটি নূর, ওহে! তোমরা যারা তাঁর (নবীজির) সৌন্দর্য পিয়াসী (আকাংখাকারী), তারা তাঁর (নবীজির) উপর, তাঁর (নবীজির) পরিবারবর্গের উপর ও তাঁর (নবীজির) সাহাবায়ে কিরামগণের উপর দরুদ ও সালাম প্রেরণ কর। (আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিম মাদানিল জুদি ওয়াল কারামি মাম্বাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকামি ওয়া আলা আলিহী ওয়া আসহাবিহী ওয়া বারিক ওয়াসাল্লিম)