হযরত হুরের শাহাদাতের পর হযরত ইমাম হুসাইন (রাঃ)এর সামনে হযরত আকিলের বংশধর হযরত মুসলিমের ভাই আব্দুল্লাহ বিন আকিল (রাঃ) এসে দাঁড়ালেন এবং অনুমতি প্রার্থনা করলেন । হযরত ইমাম হুসাইন (রাঃ) তাঁকে বুকে জড়িয়ে ধরলেন এবং কপালে চুমু দিয়ে অনুমতি দিলেন । তিনি যুদ্ধের ময়দানে গিয়ে নিজের শৌর্য বীর্য প্রদর্শন করে অনেক ইয়াযীদী সৈন্যকে হত্যা করে পরিশেষে শাহাদাত বরণ করলেন ।
এবার হযরত ইমাম হুসাইন (রাঃ) এর ভাই হযরত আবু বকর (রাঃ) অনুমতি নিয়ে যুদ্ধ ক্ষেত্রের দিকে অগ্রসর হলেন। শেরে খোদার আওলাদ যুদ্ধক্ষেত্রে প্রমাণ করলেন যে, তাদের বাহুতে শেরে খোদার শক্তি রয়েছে । যুদ্ধের মাঠে তাঁরা যে বীর বিক্রমের পরিচয় দিয়েছেন, তা কারবালার মাটিতে চিরস্মরণীয় হয়ে রয়েছে । তিনিও অনেক ইয়াযীদী বাহিনীকে খতম করে শেষ পর্যন্ত নিজে শাহাদাত বরণ করেন ।