হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর শত্রুরা বিশেষ করে আবু জেহেল একবার হুযুরকে বললো, তুমি যদি সত্যই আল্লাহর রসুল হও, তাহলে আসমানের চাঁদকে দু’টুকরা করে দেখাও দেখি। হুযুর ফরমালেন, ঠিক আছে, এটাও করে দেখাচ্ছি। এ বলে তিনি যখন চাঁদের দিকে স্বীয় আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করলেন তখন চাঁদ দু’টুকরা হয়ে গেল। এটা দেখে আবু জেহেল আশ্চর্যান্বিত হয়ে গেল। কিন্তু বেঈমান তবুও এটা মেনে নিল না বরং হুযুরকে যাদুকর বলতে লাগলো।
সবকঃ
আমাদের হুযুরের হুকুমতে চাঁদের উপরও চলে। এত বড় ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও বেঈমান লোকেরা হুযুরের এখতিয়ার ও কর্তৃত্বকে মানে না।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০১৮) মেঘমালার উপর কর্তৃত্ব | (০২০) সূর্যের উপর কর্তৃত্ব |
সূচীপত্র | এরকম আরো পেইজ |