ঘোড়া, খচ্চর ও গাধা নর হোক বা মাদী এগুলোর উপর যাকাত ওয়াজিব নয়। তবে যদি এসকল পশু ব্যাবসা বা বেচাকেনার জন্য হয় তাহলে যাকাতের ক্ষেত্রে এ সকল পশুর হুকুম বাণিজ্যিক পণ্যের ন্যায়। এর মূল্য যদি নিসাব পরিমাণ হয় তাহলে যাকাত আদায় করা ওয়াজিব হবে। আর যদি নিসাব পরিমাণ না হয় তা হলে যাকাত ওয়াজিব হবে না। এগুলো বনে জঙ্গলে বা মাঠে যেখানেই চরাক একই হুকুম প্রযোজ্য হবে (আলমগীরী, ১ম খণ্ড)।