ইসলামের পঞ্চবেনা নাযিলের ক্রমধারা- উক্ত পঞ্চবেনার তাবলীগ করা ফরযে কেফায়াঃ
হানাফী মাযহাব মতে আল্লাহর হক্ব- ঈমান, নামায, রোযা ও হজ্ব প্রথমে এবং বান্দার হজ্ব যাকাত পরে হবে। এই ক্রমানুসারেই সমন্বয় করতে হবে। (কলেমা, নামায, রোযা, হজ্জ্ব ও যাকাত)
বিঃ দ্রঃ মোট ২২ বৎসরে ইসলামের পঞ্চবেনা নাযিল হয়েছে। ঈমানের ১২ বৎসর পর নামায, ১৫ বৎসর পর রোযা ও যাকাত এবং ২২ বৎসর পর হজ্বের আদেশ নাযিল হয়েছে। ক্রম অনুসারেই গুরুত্ব।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৯২) হযরত রাসুল করিম (দঃ)-এর পবিত্র ১৬১ নাম | (০৯৪) কোরআন মজিদের ৪০ আয়াতে আল্লাহ-রাসুলের নাম একসাথে পাশাপাশি লিখা |
সূচীপত্র | এরকম আরো পেইজ |