মদীনা মনোয়ারা এক হাশমী মহিলাকে কতেক লোক জ্বলাতন করতো। একদিন সে হুযুরের রওজায় হাজির হয়ে আরয করলো ইয়া রাসুলল্লাহ! এরা আমাকে জ্বলাতন করছে। রওজা পাক থেকে আওয়াজ আসলো, আমার সেই উত্তম আদর্শ কি তোমার সামনে নেই। শত্রুরা আমাকে কষ্ট দিয়েছে, আর আমি সবর করেছি। আমার মত তুমিও সবর কর। সেই মহিলা বললো, আমি বড় সান্তনা পেলাম এবং কয়েকদিন পর দেখলাম যে, জ্বলাতনকারীরা সবাই মারে গেল।
সবক
আমাদের হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সবার ফরিয়াদ শুনেন এবং প্রত্যেক মজলুমে জন্য তাঁর দরবার উন্মক্ত এবং ”ইয়া রাসুলল্লাহ” বলার দ্বারা হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর পক্ষ থেকে রহমত ও সান্তনা পাওয়া যায়।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৪২) উম্মে ফাতেমার ফরিয়াদ | (০৪৪) এক অগ্নি উপাসকের কাছে হুযুরের পয়গম |
সূচীপত্র | এরকম আরো পেইজ |