'ফিকহ' এমন একটি ইল্ম যার দ্বারা পবিত্র কুরআন ও হাদীস থেকে ইসলামী শরী'আতের হুকুম আহকাম ও মাসআলা-মাসাইল অবগত হওয়া যায় এবং যার দ্বারা বিভিন্ন সমস্যাও প্রশ্নের শরী'আত সম্মত সমাধান ও উত্তর খুঁজে বের করা যায়।